বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:২৯:২০

আশ্চর্য ঘটনা, হঠাৎই রক্ত বর্ণ হয়ে উঠল আকাশ!

আশ্চর্য ঘটনা, হঠাৎই রক্ত বর্ণ হয়ে উঠল আকাশ!

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎই রক্ত বর্ণ হয়ে উঠল আকাশ। গত শুক্রবার এমন আশ্চর্য ঘটনা দেখেছে চীনের স্বায়শাসিত অঞ্চল মঙ্গোলিয়ার জনগণ।

বিজ্ঞানীরা বলছেন, আকাশের রংবদলের নেপথ্যে রয়েছে সৌরঝড়। যা পৃথিবীতে আঘাত হানার পরই আকাশ হয়ে উঠেছে রক্তলাল। তাঁদের মতে, এটি এক ধরনের মেরুপ্রভা (অরোরা)। সাধারণত যা দেখতে পাওয়া যায় মেরু এলাকায়। বেশির ভাগ সময়েই তার রং হয় সবুজ। কিন্তু মঙ্গোলিয়া মেরুর কাছাকাছি নয়। তাই অরোরার রং রক্তলাল।

বিজ্ঞানীদের একাংশের ধারণা, এটি একটি মহাজাগতিক বিরল ঘটনা। যেখানে পৃথিবীর উচ্চ অক্ষাংশে সৌরঝড়ের সঙ্গে অক্সিজেনের ঘর্ষণে এমন রং তৈরি হয়ে তা প্রতিফলিত হয়েছে মঙ্গোলিয়ার আকাশে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সারা দিন এবং শনিবারের বেশ কিছুটা সময় মঙ্গোলিয়ার আকাশ নীল এবং কালোর বদলে রক্তলাল রং ধারণ করেছিল। তার পর ক্রমশ তা মিলিয়ে যায়। ফেরে আকাশের চিরচেনা চেহারা। অরোরা বোরিয়ালিসের সবচেয়ে অস্বাভাবিক রং হল রক্তলাল। যা অতি বিশেষ পরিস্থিতিতেই একমাত্র তৈরি হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে