বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৪:১৭

হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি স্থলসেনারা, ট্যাঙ্কসহ ২৯টি সামরিক যানে আঘাত

হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি স্থলসেনারা, ট্যাঙ্কসহ ২৯টি সামরিক যানে আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি স্থলসেনারা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ট্যাঙ্কসহ ২৯টি সামরিক যানে আঘাত হেনেছে হামাস। গোষ্ঠীর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের বিবৃতিতে এই দাবি করা হয়।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক।

সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হয় শুক্রবার। এরপর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

জবাব দিচ্ছে হামাসও। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর একাধিকবার ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে তারা। গাজায় স্থলসেনাদেরও প্রতিরোধ করছে।গতকাল মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায়, উত্তর গাজার জাবালিয়ায় একটি ট্যাঙ্কেও ইয়াসিন-১০৫ রকেটের সাহায্যে আঘাত হানা হয়েছে।

হামাস জানায়, গাজার যেসব পয়েন্টে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছে সেগুলোতে রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যেও হামলা চালানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে