বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:২০:৫০

মাত্র ২০ লাখে কেনা যাবে টেসলার ইলেকট্রিক গাড়ি

মাত্র ২০ লাখে কেনা যাবে টেসলার ইলেকট্রিক গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ২০ লাখ খরচ করলে কেনা যাবে টেসলার ইলেকট্রিক গাড়ি। তবে এই গাড়ি বাংলাদেশে পাওয়া যাবে না। পাওয়া যাবে ভারতে। দেশটির বাজারে শিগগিরই আসছে সাশ্রয়ী দামের টেসলা গাড়ি। ২০২৬ সাল নাগাদ এই গাড়ি ওই দেশে বিক্রি শুরু হবে।

শুরুতে ভারতে টেসলা মডেল ৩, টেসলা মডেল ওয়াই বিক্রি করা হতে পারে। এসব মডেল ভারতে কেনা যাবে ২০ লাখ রুপিতে।

সবচেয়ে সস্তা মডেল টেসলা ৩ হল একটি বিলাসবহুল গাড়ি। যা প্রিমিয়াম সেডান হিসাবে বাজারে আসে এবং এর দাম ২০ লক্ষ রুপির নিচে হবে না। অতএব, আশা করা হচ্ছে যে মডেল ওয়াই এবং ৩ হবে টেসলার লাইনআপের ফ্ল্যাগশিপ গাড়ি এবং তাদের বিক্রয় আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ভারতে শুরু হবে।

এই মুহূর্তে সবচেয়ে বড় আকর্ষণ হল ভারতে তৈরি টেসলা গাড়ি, যেগুলি ২০২৬ সালে বাজারে আসতে পারে। যার দাম প্রায় ২০ লাখ রুপি হতে পারে।

আসতে বেশ কিছু বছর সময় নিলেও দেওয়া হবে দুর্দান্ত সব ফিচার ও স্পসিফিকেশন। তবে মনে একটি সাধারণ প্রশ্ন আসতেই পারে আপনার, যে ভারতে এই গাড়িটির দাম এত কম কেন হবে? কারণ হল লোকালাইজেশন। 

অর্থাৎ ভারতে তৈরির কারণে দাম কমবে, এমনটাই বলা যেতে পারে। তবে সেই মডেল তৈরি হতে দীর্ঘ সময় লাগবে। মডেলের নাম হতে পারে টেসলা মডেল ২। যা টেসলা মডেল থ্রি-এর নিচের সেগমেন্টে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে