শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৩:৪১

যে দুই মডেলের বাইক বাজার থেকে তুলে নিচ্ছে হোন্ডা! জানুন কারণ

  যে দুই মডেলের বাইক বাজার থেকে তুলে নিচ্ছে হোন্ডা! জানুন কারণ

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের হোন্ডা যান্ত্রিক ত্রুটির কারণে দুইটি মডেলের মোটরসাইকেল তুলে নিচ্ছে। এই বাইক দুইটির মডেল হোন্ডা হাইনেস সিবি ৩৫০ এবং সিবি ৩৫০ আরএস।

হোন্ডা জানিয়েছে এই মডেল দুইটিতে ত্রুটি রয়েছে। গ্রাহকদের কাছ থেকে বাইকগুলো নিয়ে মেরামত করে ফিরিয়ে দেওয়া হবে। এজন্য গ্রাহকদের বাড়তি খরচ করতে হবে না।

মূলত, এই দুই বাইকের ব্রেক লাইট সুইচে যে রাবার পার্টস থাকে তা ত্রুটিপূর্ণ। এর ফলে এর ভেতর পানি ঢুকে সেটি নষ্ট হতে পারে।

এই সিদ্ধান্তের পেছনে আরও একটি কারণ বাইকের ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরের খারাপ হয়ে যাওয়া। হোন্ডা জানিয়েছে, বাইকে এই ত্রুটির কারণে সেন্সর বডি সিলিংয়ের মধ্যে গ্যাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাইক স্টলিংয়ের ক্ষেত্রে অসুবিধা হতে পারে।

সেন্সর ম্যালফাংশনের ঝুঁকিও বাড়তে পারে। যে কারণে বাইকগুলো বাজার থেকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানি সংস্থা। এই সমস্যা দেখা দিয়েছে অক্টোবর ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত যে বাইকগুলো উৎপাদন করা হয়েছে তাতে।

কাদের এই বাইক ফেরত দিতে হবে?
ব্রেক লাইট সুইচে ত্রুটি রয়েছে অক্টোবর ২০২০ থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত যে সমস্ত বাইক উৎপাদন হয়েছে। আর ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর খারাপ হয়েছে অক্টোবর ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত যে সমস্ত বাইক উৎপাদন হয়েছে।

শুধুমাত্র এই বাইকগুলোই ফেরত চেয়েছে হোন্ডা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতজুড়ে যত বিগউইং ডিলারশিপ রয়েছে সেখানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বাইকের ত্রুটিপূর্ণ পার্টসগুলো সারানো হবে। আর বাইক সারাতে গ্রাহকদের কোনো টাকা খরচ করতে হবে না। তার বাইকে ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলেও রিপ্লেসমেন্ট ফ্রি-তে করানো যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে