শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৩:২৩

বিশাল ডিসকাউন্ট অফার, ৪ লাখ কমলো এই গাড়ির দাম!

বিশাল ডিসকাউন্ট অফার, ৪ লাখ কমলো এই গাড়ির দাম!

আন্তর্জাতিক ডেস্ক : সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের গাড়ি বিক্রি করি জনপ্রিয়তা কুড়িয়েছে মাহিন্দ্রা। সম্প্রতি একটি মডেলের ইলেকট্রিক গাড়িতে বিশাল ডিসকাউন্ট অফার করেছে প্রতিষ্ঠানটি। মাহিন্দ্রার এসইউভি এক্সইউভি ৪০০ মডেলের গাড়ি কিনলে পাওয়া যাবে ৪.২ লাখ রুপি ছাড়।

আনসোল্ড গাড়িগুলোর যে স্টক রয়েছে দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়ে এই অফারের ঘোষণা করেছে মাহিন্দ্রা। মাহিন্দ্রার বৈদ্যুতিক চার চাকা এক্সইউভি ৪০০ মডেলে ৪.২ লাখ রুপি পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ডিজেল গাড়িতেও থাকছে ১,৭ লাখ রুপি ছাড়।

নভেম্বরে অল ইলেকট্রিক এসইউভি অর্থাৎ এক্সইউভি৪০০ মডেলে সাড়ে তিন লাখ রুপি ক্যাশ ডিসকাউন্ট দিয়েছিল মাহিন্দ্রা। চলতি মাসে সেই ছাড়ের পরিমাণ বাড়িয়ে ৪ লাখ ২০ হাজার রুপি করা হয়েছে। এই গাড়ির যে বেস মডেল রয়েছে তাতে ১.৭ লাখ রুপি ছাড় পাওয়া যাবে।

মাহিন্দ্রা এক্সইউভি ৪০০ মডেলের বৈশিষ্ট্য
এই ইলেকট্রিক চার চাকার গাড়িতে রয়েছে ৩৪.৫ কিলোওয়াট আওয়ার থেকে ৩৯.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ৪৬৫ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

এই গাড়ির ব্যাটারি চার্জ দেওয়ার জন ৭.২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন চার্জার দিচ্ছে কোম্পানি। এই চার চাকা সর্বোচ্চ ১৫০ পিএস শক্তি উৎপাদন করতে পারে।

প্রসঙ্গত, মাহিন্দ্রা ছাড়াও ডিসেম্বর মাসে গাড়ির দামের উপর ছাড়ের ঘোষণা করেছে মারুতি সুজুকিও। নেক্সা শোরুমে বিক্রি হওয়া চার চাকায় থাকছে এই সুবিধা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে