রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩৬:১৪

দাম কমল এই মোটরসাইকেলের

দাম কমল এই মোটরসাইকেলের

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের স্পোর্টস ও অফ রোড বাইক নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি। এই প্রতিষ্ঠানের নিনজা মোটরসাইকেল খুবই জনপ্রিয়। দুরন্ত গতি এবং তীক্ষ্ণ লুকের কারণে এই বাইকে বহু বাইক-প্রেমীদের পছন্দের মোটরসাইকেল।
  
কাওয়াসাকি নিনজা সিরিজে যতগুলো মডেল আছে তার মধ্যে একটি নিনজা ৪০০। এই বাইকের জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। এই মডেলের দাম সম্প্রতি কমিয়েছে কাওয়াসাকি। ভারতের বাজারে মডেলটির দাম কমানো হয়েছে। ওই দেশে ৩৫ হাজার রুপি কমে কেনা যাবে কাওয়াসাকি নিনজা ৪০০ মডেল। 

কাওয়াসাকি জানিয়েছে, গুড টাইমস ভাউচার হিসাবে এই সুবিধা পাওয়া যাবে। অফারের মেয়াদ ততদিন থাকবে যতদিন বাইকের স্টক থাকবে। স্টক শেষ হয়ে গেলে অফারের লাভ তোলা যাবে না। তবে শুধু কাওয়াসাকি নয়, সংস্থার আরও দুটি বাইকে পাবেন সুবিধা।

এই দুই বাইক হল নিনজা ৬৫০ এবং ভারসেস ৬৫০। এই দুই বাইকে ২০ রুপির মূল্যছাড় মিলবে।  এই বাইকে রয়েছে ৩৯৯ সিসি লিকুইড কুলড টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৪.৮ হর্সপাওয়ার এবং ৩৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। ভারতে এই বাইকের দাম সোয়া পাঁচ লাখ রুপি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে