সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩১:৩৭

যে গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে!

যে গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাজারে যতগুলো মডেলের প্রাইভেট কার আছে তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে টাটা নেক্সন। এটি একটি স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি।

ভারতে অক্টোবরেও বিক্রির নিরিখে ১ নম্বর এসইউভি ছিল টাটা নেক্সন। নভেম্বরেও সেই ধারা বজায় রেখেছে সংস্থা। মারুতি সুজুকি, মাহিন্দ্রাকে ছাপিয়ে এই গাড়িটিই সবথেকে বেশি কিনেছে গ্রাহকেরা।

তবে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কয়েকটি সংস্থার চার চাকা। গাড়ির বিক্রির নিরিখে মারুতির দাপট থাকলেও, এসইউভির বিক্রিতে ফের একবার জাত চিনিয়েছে টাটা মোটরস।

টাটা, মারুতি ছাড়াও তালিকায় রয়েছে হুন্দাই এবং মাহিন্দ্রা। বাজারে হ্যাচব্যাক, সেডানের থেকেও বর্তমানে সবথেকে বেশি চাহিদা এসইউভি গাড়ির। কমপ্লিট প্যাকেজ, দারুণ সেফটি এবং আকর্ষণীয় দামের কারণে বাজারে সব আকর্ষণ এখন এই ধরনের চার চাকাতেই।

গত মাসে মারুতি ব্রেজ্জাকে পেছনে ফেলেছে টাটা পাঞ্চ গাড়ি। অক্টোবর মাসে দ্বিতীয় নম্বরে ছিল মারুতির এই কম্প্যাক্ট এসইউভি। তবে এই তালিকায় তিনটি গাড়ি রয়েছে হুন্দাইয়ের। যেখানে টাটা, মারুতি, মাহিন্দ্রার দুইটি করে চার চাকা রয়েছে।

এই তালিকায় বড় চমক হল দুইটি গাড়ি। এগুলো হলো মারুতি ফ্রন্ক্স এবং হুন্দাই এক্সটার। কারণ এই দুই চার চাকাই ২০২৩ সালে লঞ্চ হয়েছে। বিক্রির নিরিখে ছাপ ফেলেছে কিয়া সেল্টোসও। টাটা, মারুতি, মাহিন্দ্রা এবং হুন্দাইয়ের বাইরে একমাত্র সংস্থা হিসাবে তালিকায় জায়গা করতে পেরেছে এই চার চাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে