মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:০৫:২২

গুগলে এ বছর সবচেয়ে বেশি যা খোঁজা হয়েছে

 গুগলে এ বছর সবচেয়ে বেশি যা খোঁজা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে যেকোনো বিষয়ে অনুসন্ধান করতে মানুষ সবচেয়ে বেশি ভরসা রাখে গুগলের ওপর। বরাবরের মতো চলতি বছরেও মানুষ নানা বিষয়ে জানতে এই সার্চ ইঞ্জিন ব্যবহার করেছে।

২০২৩ সাল শেষ হতে চলেছে। এ বছরে গুগলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে? কোন তারকাদের নিয়ে কৌতূহল ছিল সবচেয়ে বেশি? কোন কোন শব্দের অর্থ জানতে আগ্রহ ছিল সবচেয়ে বেশি?

চলতি বছর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কিয়ারা আদভানি। জনপ্রিয় অভিনেত্রীর সাজগোজ থেকে জীবনের খুঁটিনাটি জানতে ভক্তদের আগ্রহ ছিল প্রবল। 

তাই অভিনেতাদের পেছনে ফেলে ভারতীয়দের মধ্যে সার্চে শীর্ষে রয়েছেন কিয়ারা। তার পরে রয়েছেন শুভমান গিল। বিশ্বকাপ থেকে আইপিএল, এশিয়া কাপসহ নানা টুর্নামেন্টে নজরে ছিলেন ভারতীয় এই ওপেনার। 

তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সারা বছর চর্চা চলেছে তরুণ এই তারকাকে নিয়ে। শুভমানের প্রেমকাহিনি জানতে উৎসাহের কোনো ঘাটতি ছিল না। 

কখনো অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়েছে শুভমানের, আবার কখনো শোনা গেছে, শচীন কন্যা সারা টেন্ডুলকারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি। সেসব জানতেই এত অনুসন্ধান বলেই ধারণা।

এদিকে যে সিনেমাগুলো গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তার প্রথম তিনেই রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। এ তালিকায় দশম স্থানে রয়েছে ‘পাঠান’। এছাড়াও গদর ২, টাইগার ৩, দ্য কেরালা স্টোরির মতো ভারতীয় ছবিগুলো নিয়ে ছিল বিশেষ কৌতূহল।

চলতি বছর ইসরায়েল-গাজা সংঘর্ষ নিয়েও ব্যাপক অনুসন্ধান করেছে মানুষ। এছাড়াও সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প, লিওনেল মেসি, হলিউড ছবি ওপেনহেইমার, চন্দ্রযান ৩, চ্যাটজিপিটির মতো বিষয়গুলো বেশি খোঁজা হয়েছে গুগলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে