মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫:৪১

হতদরিদ্র বাবার আয় ছিল ১০ রুপি, ছেলের এখন তিন হাজার কোটির কোম্পানি!

হতদরিদ্র বাবার আয় ছিল ১০ রুপি, ছেলের এখন তিন হাজার কোটির কোম্পানি!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালার একটি প্রত্যন্ত গ্রামের এক হতদরিদ্র বাবা। অনেক কষ্টে আদার জমিতে কাজ করে সংসার চালাতেন তিনি। দিনে আয় হতো মাত্র ১০ রুপি। সংসারের লাগাম ধরতে বাবার সঙ্গে তার সন্তানরাও একই জমিতে কাজ করতো।

সেই হতদরিদ্র বাবার ছেলে মোস্তফা পিসি এখন আস্ত এক কোম্পানির মালিক। আইডি ফ্রেশ ফুড নামে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি।

যিনি বর্তমানে ৩ হাজার কোটি রুপির কোম্পানির মালিক। সম্প্রতি দ্য নিয়ন শো’র এক সাক্ষাৎকারে মোস্তফা পিসি তার ছোটবেলা স্মৃতিচারণ করতে গিয়ে এসব তথ্য দিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদন জানিয়েছে, ২০০৬ সালে মোস্তফার কোম্পানি আইডি ফ্রেশ ফুড’র যাত্রা শুরু হয়। সেই সময় তিনি তার ছোট একটি রান্নাঘরের বাইরে রেডি-টু-কুক প্যাকেটজাত কৃষিপণ্য বিক্রি করতেন। একই সঙ্গে সংসার চালানোর জন্য তিনি ছোট চাকরিও করতেন।

তার ব্যবসা থেকে যে অল্প কিছু লাভ হতো তা তিনি জমিয়ে রাখতেন। তার জমানো অর্থ থেকেই মাত্র ১৫০ রুপি দিয়ে তিনি একটি ছাগল কেনেন। যেটা তার পরিবারের একমাত্র সম্পদ ছিল।

এর কিছুদিন পর মোস্তফা একটি গরু কেনেন এবং এর মাধ্যমে পরিবারের ভাগ্য কিছুটা ফেরাতে সক্ষম হন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গরু কেনার পর দুধ বিক্রি করে আমদের দিনে তিন বেলা খাবার জুটতো।’

এভাবে অর্থ জমিয়েই তিনি ধীরে ধীরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে প্রকৌশল অধ্যয়ন করেন। পরে প্রকৌশল পেশায় নিয়োজিত হন।

একইসঙ্গে এগিয়ে নিয়ে গেছেন তার আইডি ফ্রেশ ফুড কোম্পানি। তিনি বলেন, ‘কোম্পানির যাত্রা শুরুর সময় অনেক ঘাত-প্রতিঘাতের শিকার হয়েছি। এখন আমাদের কোম্পানি বিশ্বের বৃহত্তম তাজা খাদ্যের ব্যবসা করছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে