আন্তর্জাতিক ডেস্ক : মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে স্ট্যাটাস শেয়ার করতে পারবে।
এই অ্যাপ সেটিংস থেকে ব্যবহারকারীরা চাইলে ফিচারটি চালু বা বন্ধ করতে পারবে। ইনস্টাগ্রামে স্ট্যাটাস শেয়ারে ব্যবহারকারীদের ম্যানুয়াল সিলেকশন শর্টকাটও দেয়া হবে। যার মাধ্যমে পুরো শেয়ারিং কার্যক্রম নিয়ন্ত্রণে থাকবে।
ইনস্টাগ্রামে শেয়ার আপডেটের ফিচার আনার ক্ষেত্রে আরেকটি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন প্রযুক্তি বিশারদরা। মূলত সামাজিক মাধ্যমে আরো বিস্তৃত হওয়ার পাশপাশি অনুসারীদের অংশগ্রহণ বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে একই সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করা যাবে।
স্ট্যাটাস দেয়ার বিষয়টি নিয়ে কাজ করার পাশাপাশি সম্প্রতি চ্যাট ফিল্টার ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজন ও ধরন অনুযায়ী তাদের কথোপকথনের তালিকা তৈরি করতে পারবে। ফিল্টারিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাটাগরি অনুযায়ী কথোপকথনের তালিকা তৈরি করতে পারবে।
বর্তমানে বেটা টেস্টিংয়ের নির্ধারিত ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু রয়েছে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।