শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১২:২৩:১২

স্যামসাং ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

স্যামসাং ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

আন্তর্জাতিক ডেস্ক : বড় সুখবর, ব্যবহারকারী যদি নিজেকে যথেষ্ট সাহসী মনে করেন এবং যান্ত্রিক কাজে পারদর্শী হন তাহলে ‘সেলফ রিপেয়ারিং সার্ভিস’ ব্যবহার করে নিজেই নিজের ফোল্ডেবল ফোন সারিয়ে নিতে পারবেন। গ্যালাক্সি জেড ফ্লিপ-৫ এবং ফোল্ড-৫ এর ব্যবহারকারীদের জন্য এসব টুল এনেছে স্যামসাং।

এনগেজেট জানায়, নিজে করি প্রকল্পের আওতায় এই দুটি ফোল্ডেবল ফোন ছাড়াও গ্যালাক্সি এস২৩ সিরিজ, ট্যাব এস৯ সিরিজ এবং গ্যালাক্সি বুক টু প্রো ইত্যাদি এই সবগুলো ডিভাইসই যুক্ত হবে সেলফ সার্ভিসিংয়ে। আর এই প্রকল্পে সহযোগিতা করছে আই-ফিক্সিট।

তবে আই-ফিক্সিটের পক্ষ থেকে ফ্লিপ-৫ বা ফোল্ড-৫ কোনটিই দেখানো হয়নি বলে জানায় এনগেজেট। সুতরাং এগুলোর মূল্য কেমন হবে তা এখনও নিশ্চিত নয়। তবে অন্যভাবে একটি ধারণা পাওয়া যেতে পারে। যেমন, গুগল পিক্সেল ফোল্ডের ভেতরের স্ক্রিনের মেরামত কিটের দাম প্রায় ৯০০ ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে