শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৫:৪১

নতুন বছরে বাজার কাঁপাতে আসছে যেসকল ইলেকট্রিক গাড়ি

নতুন বছরে বাজার কাঁপাতে আসছে যেসকল ইলেকট্রিক গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে ২০২৪ সাল। অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন উদ্ভাবনী গাড়ি নিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত। আসছে বছর বাজারে আসবে একগুচ্ছ ইলেকট্রিক গাড়ি। জানুন এসব গাড়ি সম্পর্কে।

টাটা ইলেকট্রিক কার
ইলেকট্রিক গাড়ির বাজারে টাকা অগ্রগামী। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বেশ কয়েকটি মডেলের সাশ্রয়ী দামের ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে। আগামী বছরও আসবে নতুন নতুন মডেলের ই-কার। এসব গাড়ির দাম থাকবে সাধ্যের মধ্যেই।

টাটা কার্ভ ইভি
বহু প্রতীক্ষিত এই গাড়িটি ইতিমধ্যে পরীক্ষা শুরু করে দিয়েছে টাটা মোটরস। বিশ্বের বড় বড় সংস্থাদের টেক্কা দিতে আধুনিক ডিজাইনে মোড়া ইলেকট্রিক গাড়ি এই কার্ভ ইভি। এটির সম্ভাব্য রেঞ্জ ফুল চার্জে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার।

জানা গিয়েছে, টাটা কার্ভ ব্যাটারির পাশাপাশি পেট্রোল ইঞ্জিনের সঙ্গেও লঞ্চ হবে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এটি বাজারে দেখা যেতে পারে।

মাহিন্দ্রা এক্সইউভি ই৮
মাহিন্দ্রার এই গাড়িটি বেশ আলোড়ন ফেলেছে বাজারে। রাফ অ্যান্ড টাফ লুকের সঙ্গে প্রিমিয়াম ফিচার্স এবং ডিজাইন রাখা হচ্ছে গাড়িতে। এসইউভির দুনিয়ায় মাহিন্দ্রার জনপ্রিয়তাকে এগিয়ে নিয়ে যেতে চলেছে এই গাড়ি। সম্ভাব্য রেঞ্জ ফুল চার্জে ৪৫০ কিলোমিটার। গাড়িটি ২০২৪ সালের অক্টোবর মাসে লঞ্চ হতে পারে।

টাটা সিয়েরা ইভি
টাটা মোটরসের আরও এক ইলেকট্রিক গাড়ি। যার কনসেপ্ট প্রকাশ করেছে সংস্থা। ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে জমি শক্ত করতে বড় চমক নিয়ে হাজির হতে পারে সিয়েরা। ২০২০ সালের অটো এক্সপো-তে এই গাড়ি প্রথম সামনে আনা হয়। হ্যারিয়ার এবং সাফারির মতো অনেকটা লুক এবং শক্তিশালী ব্যাটারি প্যাক নিয়ে আসতে চলেছে এই চার চাকা।

এছাড়া আগামী বছর আসছে মারুতি ইভিএক্স, কিয়া ইভি৯ ইলেকট্রিক গাড়ি। হোন্ডা, টয়োটাও আগামী বছর বেশ কয়েকটি মডেলের ইলেকট্রিক গাড়ি বাজারে আনবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে