আশফাক স্বপন : নানা জনমত জরিপে এগিয়ে থেকেও প্রথম নির্বাচনী পরীক্ষায় ধনাঢ্য মার্কিন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প হোঁচট খেয়েছেন আইওয়া অঙ্গরাজ্যে। গত ১ ফেব্রুয়ারি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রতিযোগিতায় তিনি হার মানেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজের কাছে।
কিন্তু নির্বাচনী মনোনয়নের খেলা সবে শুরু হয়েছে, এখনই ট্রাম্পকে খারিজ করার সময় আসেনি। এবার মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে, তার একটা বড় কারণ ট্রাম্প। ঔদ্ধত্য আচরণ, বাগাড়ম্বর ও সংখ্যালঘুদের সম্বন্ধে কটূক্তি করে তিনি শুধু মার্কিন দেশে নয়, সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছেন।
জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে অংশ নেননি, দলের নীতিনির্ধারকেরা তাকে নিয়ে উদ্বিগ্ন, রিপাবলিকান দলের রক্ষণশীল পণ্ডিতরা কোমর বেঁধে তার পেছনে লেগেছেন, অথচ এদের সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাম্প দেশের বিভিন্ন অঞ্চলে বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন এবং অধিকাংশ জরিপে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন। যুত্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দুটি স্তর।
দেশটির ৫০টি অঙ্গরাজ্যে আলাদাভাবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের সদস্যরা দলীয় প্রার্থী বাছাই করেন। সেই অর্থে আইওয়া অঙ্গরাজ্যে নির্বাচন দীর্ঘ যাত্রার শুরু। ডেমোক্র্যাট দলে হিলারি ক্লিনটন ও সিনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও স্যান্ডার্স পরবর্তীকালে প্রতিযোগিতায় টিকতে পারবেন কিনা সে বিষয়ে বিশ্লেষকরা সন্দিহান।
এবার রিপাবলিকান প্রার্থী নির্বাচনে ঝামেলা বেধেছে প্রার্থীর সংখ্যাধিক্যে। আইওয়াতে টেড ক্রুজ বা ডোনাল্ড ট্রাম্প, কেউই ৩০ শতাংশ দলীয় ভোট পাননি। তবে বিশ্লেষকেরা বলছেন, আসলে রিপাবলিকান দলে গভীর অন্তর্দ্বন্দ্ব চলছে। এতকাল মোটামুটি দুটি ধারায় প্রার্থীরা বিভক্ত ছিলেন একটি প্রাতিষ্ঠানিক সমর্থনপুষ্ট অভিজ্ঞ রাজনীতিক, আরেকটি কট্টর রক্ষণশীল প্রার্থী।
এবার ট্রাম্পের উত্থান সেই ধারাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। তা ছাড়া দলীয় জ্যেষ্ঠদের সমর্থনও কয়েক প্রার্থী ভাগাভাগি করে নিচ্ছেন যেমন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, ওহায়োর গভর্নর জন কেসিক, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। ট্রাম্প এবার নতুন একটি ধারা সংযোজন করেছেন তা হলো দলীয় প্রতিষ্ঠান বিরোধী ক্ষুব্ধ-ক্রুদ্ধ ভোটার।
জনমত জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকান দলের একটা উল্লেখযোগ্য অংশ দলের যেসব শ্বেতাঙ্গ সমর্থকের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নেই, তারা দলের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। এরাই ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছেন। সেজন্য ভুলভাল কথা বলেও ট্রাম্প পার পেয়ে যাচ্ছেন। বিডি প্রতিদিন
লেখক : মার্কিন প্রবাসী সাংবাদিক
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস