রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:১০:১৫

এই মাছের ১টার দাম ৯০ হাজার টাকা! কেন জানেন?

এই মাছের ১টার দাম ৯০ হাজার টাকা! কেন জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : একটি মাত্র নদীতে মেলে এই মাছ। বলা ভাল এ মাছের কদিচ কখনও দেখা মেলে। ভারতের ব্রহ্মপুত্রের কয়েকটি জায়গায় এর দেখা মিললেও মৎস্যজীবীরাও এর দেখা পান না সহজে। এতটাই বিরল প্রজাতির মাছ এগুলি। এদের মাথাটা সাপের মত হয়। তাই ইংরাজিতে একে অনেকে স্নেক ফিশ বলে থাকেন।

তবে স্থানীয় ভাষায় এর নাম ‘চেং গারকা’। অনেকে ‘চান্না বারকা’ নামেও এদের ডেকে থাকেন। বিরল প্রজাতির যে বিশ্ব তালিকা রয়েছে সেই তালিকায় পড়ে এই মাছ। বাংলাদেশেও এর দেখা মেলে। তবে ওই কদিচ কখনও। ২০১৪ সালে বাংলাদেশে এই মাছ অতিবিরল হয়ে পড়ে।

৫০০টি সেই চান্না বারকা মাছ বিমানবন্দর দিয়ে গোপনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। যা ধরে ফেলে বন দফতর। অসমের ডিব্রুগড় বিমানবন্দরে একটি গাড়ি থেকে এই মাছ উদ্ধার হয়।

উদ্ধারের পর মাছগুলিকে যথেষ্ট যত্ন করে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা হয়। বন দফতর সেগুলিকে ফের জলে ছাড়ার ব্যবস্থাও করে। বন দফতর জানাচ্ছে যে ৫০০টি এই বিরলতম মাছ নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তার দাম সাড়ে ৪ কোটি টাকা।

অর্থাৎ প্রতিটি মাছের দাম পড়ে যাচ্ছে ৯০ হাজার টাকা। মাঝারি আকারের এই মাছের যে কতটা দাম হয় তা ১টির দাম হিসাব করলেই অনুমেয়।

একমাত্র ব্রহ্মপুত্রের কয়েকটি জায়গায় পাওয়া যাওয়া এই অতিবিরল মাছকে রক্ষা করাই এখন বন দফতরের একমাত্র লক্ষ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে