বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪২:২৯

পাইলটের ভুলে হিমায়িত নদীতে নামল যাত্রীবাহী বিমান

পাইলটের ভুলে হিমায়িত নদীতে নামল যাত্রীবাহী বিমান

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ জন যাত্রী বহনকারী সোভিয়েত যুগের একটি আন্তোনভ-২৪ বিমান রাশিয়ায় বিমানবন্দরের কাছে হিমায়িত নদীতে অবতরণ করেছে। 

পাইলটের ভুলের কারণে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। রুশ ট্রান্সপোর্ট প্রসিকিউটরদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রসিকিউটররা জানিয়েছেন, পোলার এয়ারলাইনসের এএন-২৪ বিমান রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলের জাইরিয়াঙ্কার কাছে কোলিমা নদীতে অবতরণ করে।

ইস্টার্ন সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটরের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানের ক্রুদের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে।

রয়টার্স বলেছে, প্রসিকিউটররা হিমায়িত নদীর ওপর বিমানের ছবি এবং ইজভেস্টিয়া পত্রিকা যাত্রীদের নামানোর ছবি প্রকাশ করেছে।

এ ছাড়া পোলার এয়ারলাইনস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘এএন-২৪ উড়োজাহাজটি জারিয়াঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে।’ এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে