শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪১:১৮

বেশি মাইলেজ এই বাইকের! এক লিটারে কত জানেন

বেশি মাইলেজ এই বাইকের! এক লিটারে কত জানেন

আন্তর্জাতিক ডেস্ক : হিরোর সাশ্রয়ী দামের মোটরসাইকেল এইচএফ ১০০ মডেল। এটি মাইলেজ কিং খ্যাতি পেয়েছে। কেননা, বাইকটি এক লিটার জ্বালানিতে ৭০ কিলোমিটার পথ চলতে সক্ষম। 

ভারতের সবথেকে বড় টু হুইলার কোম্পানি হিরো মটোকর্প। এই প্রতিষ্ঠানের অজস্র মোটরসাইকেল বিক্রি হয়। তার মধ্যে বেশিরভাগ বাইক কমিউটার মোটরসাইকেল নামে পরিচিত। অর্থাৎ যেগুলো নিত্য যাতায়াতে ব্যবহৃত হয়। সেইরকমই একটি বাইক হিরো এইচএফ ১০০।

হিরো মটোকর্পের এই মোটরসাইকেলের এক্স-শোরুম দাম ভারতে ৫৯ হাজার রুপি। এই মোটরবাইক কেনার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে তার বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। 

বাইকটিতে রয়েছে ৯৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ৮.০৫ নিউটন মিটার টর্ক এবং ৮.০২ পিএস পিক পাওয়ার দিতে সক্ষম। ইঞ্জিনের শক্তি ডিস্ট্রিবিউশনের জন্য দেওয়া হয়েছে ৪ স্পিড গিয়ার বক্স। 

এই বাইকের পরীক্ষিত মাইলেজ প্রতি লিটারে ৭০ কিলোমিটার। নিত্য যাতায়াতের ক্ষেত্রে অনেকেই এই মোটরবাইক ব্যবহার করেন। তাছাড়া মোটরসাইকেলের সামগ্রিক মেইনটেনেন্স খরচও নামমাত্র। বাইকের অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে দুই চাকাতেই ড্রাম ব্রেক, ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ৯.১ লিটার।

রাইডাররা পাবেন অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেমন অ্যানালগ স্পিডোমিটার এবং ওডোমিটার। এতে পাবেন সংস্থার বিশেষ i3S প্রযুক্তি যা মোটরবাইকের জ্বালানি দক্ষতা বাড়াতে সাহায্য করে।

বাইকের আয়তনের কথা যদি বলি তাহলে এটির সিটের উচ্চতা ৮০৫ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৬৫ মিলিমিটার এবং কার্ব ওয়েট ১০৯ কেজি। লাইটিংয়ের ক্ষেত্রে পাবেন হ্যালোজেন বাল্ব হেডলাইট এবং টেল লাইট। সাসপেনশনের ক্ষেত্রে রয়েছে টেলিস্কপিক হাইড্রলিক শক অ্যাবসর্বার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে