শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৩:৫০

দাম অনেক কম, অথচ দুর্দান্ত এই ল্যাপটপ

দাম অনেক কম, অথচ দুর্দান্ত এই ল্যাপটপ

আন্তর্জাতিক ডেস্ক : পারফরম্যান্সের জন্য INBOOK Y2 Plus ল্যাপটপে রয়েছে 11th Gen Intel Core প্রসেসর। এই ল্যাপটপে 1TB পর্যন্ত SSD এবং PCIe3.0 রয়েছে ফাস্টার রিড ও রাইট স্পিডের জন্য। 

বেশ বড় 50Wh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে PD 3.0 প্রযুক্তি ব্যবহার করে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে একবার চার্জে এই ল্যাপটপ 10 ঘণ্টার ওয়েব ব্রাউজ়িং এক্সপিরিয়েন্স দিতে পারে।

Infinix ভারতে একটি প্রিমিয়াম ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম Infinix INBOOK Y2 Plus। হাল্কা ও পাতলা এই ল্যাপটপে দেওয়া হয়েছে লাইট মেটাল বডি ও তার সঙ্গে রয়েছে রাগড্ ব্রাশ অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ক্রাফ্ট ডিজ়াইন। 

মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ল্যাপটপ- সিলভার, গ্রে এবং নীল। সবথেকে আকর্ষণীয় বিষয় হল প্রিমিয়াম ল্যাপটপের এত কম দাম, যা এককথায় ভাবাই যায় না! INBOOK Y2 Plus ল্যাপটপের দাম শুরু হচ্ছে 27,490 টাকা থেকে।

পারফরম্যান্সের জন্য INBOOK Y2 Plus ল্যাপটপে রয়েছে 11th Gen Intel Core প্রসেসর। এই ল্যাপটপে 1TB পর্যন্ত SSD এবং PCIe3.0 রয়েছে ফাস্টার রিড ও রাইট স্পিডের জন্য। বেশ বড় 50Wh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে PD 3.0 প্রযুক্তি ব্যবহার করে। 

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে একবার চার্জে এই ল্যাপটপ 10 ঘণ্টার ওয়েব ব্রাউজ়িং এক্সপিরিয়েন্স দিতে পারে। মাল্টি-ইউটিলিটি টাইপ-সি ফাস্ট চার্জিং থাকার ফলে ল্যাপটপটি মাত্র এক ঘণ্টার মধ্যেই 75% চার্জ হতে পারে।

লেটেস্ট ইনফিনিক্স ল্যাপটপে দেওয়া হয়েছে 15.6 ইঞ্চির ডিসপ্লে, যা 83 শতাংশ sRGB কালার গ্যামুট, 260 নিটস ব্রাইটনেস এবং 82 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দিতে পারে। ফুল HD রেজ়োলিউশন সাপোর্ট করছে ডিসপ্লেটি, যার রেজ়োলিউশন 1920*1080 পিক্সেল। দেওয়া হয়েছে একটি ডুয়াল স্পিকার, যা স্টিরিও সারাউন্ড সাউন্ড সাপোর্ট করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে