শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:২১:৪৪

পাইলটের ভুলে যাত্রীসহ বিমান নদীতে! তারপর...

পাইলটের ভুলে যাত্রীসহ বিমান নদীতে! তারপর...

আন্তর্জাতিক ডেস্ক: পাইলটের ভুলে জমে যাওয়া বরফঢাকা নদীতে অবতরণ করেছে রাশিয়ার সোভিয়েত আমলের একটি এন-২৪ বিমান। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটিতে ৩০ জন যাত্রী ছিলেন।

পোলার এয়ারলাইন্সের এ বিমানটির ইয়াকুতিয়া প্রদেশের জায়ারাঙ্কা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু পাইলট ভুলক্রমে বিমানটি বিমানবন্দরের রানওয়ের বদলে পাশের বরফে ঢাকা নদীতে নামিয়ে দেন। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদেই সেখানে অবতরণ করে।

এ ব্যাপারে পূর্ব সাইবেরিয়া পরিবহণ বিভাগের প্রসিকিউটরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে পাইলটের ভুলে।’

প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে বিমানটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে সাদা বরফের ওপর মাঝারি আকৃতির বিমানটি দাঁড়িয়ে আছে। বিমানের চাকার চাপের কারণে বরফে স্পষ্ট দাগ দেখা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইজভেস্তিয়াও একটি ছবি প্রকাশ করেছে, এতে দেখা যাচ্ছে নদীর ওপর দাঁড়ানো বিমান থেকে যাত্রীরা নেমে আসছেন।

নদীতে বিমান অবতরণ করার ঘটনা ছড়িয়ে পড়ার পর এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে পোলার এয়ারলাইন্স। এতে তারা বলেছে, ‘একটি এন-২৪ বিমান জায়ারাঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’ সূত্র: সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে