রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৯:৩২

২০২৪ সালে কী করবে তুরস্ক, জানালেন এরদোগান

 ২০২৪ সালে কী করবে তুরস্ক, জানালেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের লক্ষ্য অর্জনের পর এবার ২০২৪ সালও হবে তুরস্কের নির্ধারিত লক্ষ্য অর্জনের আরেক ধাপ। নববর্ষের শুভেচ্ছাবার্তায় এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ডেইলি সাবাহর। 

তিনি বলেন, বিশ্বে যখন নানা ধরনের সংকট বেড়েই চলছে। তখন তুরস্ক তার ব্যতিক্রমী অবস্থান প্রমাণ করবে। সংকট সমাধানে অগ্রণী ভূমিকায় থাকবে তুরস্ক। 

এরদোগান বলেন, আমাদের লক্ষ্য হবে শোষকের কবল থেকে শোষিতকে রক্ষা করা,  যারা নিজেদের স্বার্থসিদ্ধি ও নিরাপত্তার জন্য অন্যের ওপর জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এরদোগান আরও বলেন, একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে তুরস্ক নতুন বছর শুরু করতে যাচ্ছে। সম্প্রতি পিকেকে সন্ত্রাসীদের হাতে তুরস্কের কয়েকজন সেনার মৃত্যু হয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে এরদোগান বলেন, বিশ্বের এসব সংঘাত বন্ধে তুরস্ককে এগিয়ে আসতে হবে। এজন্য তুরস্কবাসীর সহায়তা কামনা করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে