আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ই'সলামিক রে'ভল্যুশনারি গা'র্ড কো'রের (আ'ইআ'রজি'সি) অভিজাত শাখা কু'দস ফো'র্সের সাবেক প্রধান কাশেম সো'লাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভয়াবহ বি'স্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান শহরে কা'শেম সো'লাইমা'নির সমাধিস্থল থেকে কয়েকশ মিটার দূরের এই বি'স্ফোরণে ১০৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
২০২০ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রো'ন হা'মলায় কু'দস ফো'র্সের শীর্ষ ক'মান্ডার কাশে'ম সো'লাইমানি নিহত হন। বুধবার ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন, কাশেম সোলা'ইমা'নির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শত শত মানুষ তার সমাধিস্থলের দিকে যাওয়ার সময় জোড়া বি'স্ফোরণ ঘটেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিস্ফো'রণে ১৭১ জন আহ'ত হয়েছেন; যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কা'জনক। কেরমানের সাহেব আল-জামান মসজিদের কাছে সোলাইমানির কবর থেকে কয়েকশ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে। সূত্র: মেহের নিউজ, তাসনিম, বিবিসি, আলজাজিরা।