বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০২৪, ০৬:৫০:৫৫

এমন খবরে খুশির জোয়ারে ভাসছেন বাংলাদেশি প্রবাসীরা

এমন খবরে খুশির জোয়ারে ভাসছেন বাংলাদেশি প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক : বড় সুখবর, ফ্রান্সে শিগগিরই চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এ সুখবর জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। 

এতে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এদিন, ভোটাধিকার প্রয়োগসহ ফ্রান্স থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটের দাবিও জানান তারা।

নতুন বছরের শুরুতে খুশির জোয়ারে ভাসছেন ফ্রান্সে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। কারণ শিগগিরই দেশটিতে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম।

জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে এ সুখবর দিয়ে, প্রবাসী স্কিমের বিষয়েও সবাইকে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

বাংলাদেশ দূতাবাসের এ অনুষ্ঠানে অংশ নিয়ে বিগত দিনে সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। একইসঙ্গে ভোটাধিকার প্রয়োগ ও ফ্রান্স থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুরও দাবি জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে