শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৬:২৭

দাম কম, ওজনে হালকা, বাজারের সেরা ওয়াটার প্রুফ এই ফোন

দাম কম, ওজনে হালকা, বাজারের সেরা ওয়াটার প্রুফ এই ফোন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে হালকা ওজনের ওয়াটার প্রুফ ফোন বাজারে এলো। এটি মটোরোলার তৈরি। মডেল মটো এজ ৪০ নিও। বাজারের সেরা এই ফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সেট-আপ।

ফোনটিতে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, প্রসেসর হিসেবে শক্তিশালী এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৭০৩০-এর শক্তিশালী প্রসেসর।

এছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি সেনসর পাবেন গ্রাহকরা। 

এখানেই শেষ নয়, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫০০০ এমএএইচ-এর ব্যাটারিও রয়েছে শক্তিশালী এই স্মার্টফোনে। বাজারের সেরা এই ফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সেট-আপ। মটো এজ ৪০ নিও কিনতে ৩০ হাজারেরও বেশি খরচ করতে হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে