আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ব্যাটারি, অধিক র্যাম-রম ও ভালো কোয়ালিটির ক্যামেরা নিয়ে বাজারে এলো ভিভো এক্স১০০। এই ফোন সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হয়েছে।
হ্যান্ডসেটি প্রো ভার্সনেও কেনা যাবে। এই স্মার্টফোনে মিলবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১৬ জিবি পর্যন্ত ব়্যাম।
ভিভোর এক্স সিরিজের দুই স্মার্টফোনের মূল আকর্ষণ বলতে পারেন এটির ক্যামেরা। সঙ্গে রয়েছে ঝকঝকে ৮টি এলটিপিও অ্যামোলিড ডিসপ্লে এবং শক্তিশালী ৫৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ।
ভিভো এক্স সিরিজের এই ফোন কেনা যাবে ১২ ও ১৬ জিবি র্যাম ভার্সনে। স্টোরেজ মিলবে ২৫৬ এবং ৫১২ জিবি।
ভিভো এক্স ১০০ সিরিজ
ভিভো এক্স ১০০ সিরিজের ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যমোলিড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯৩০০ প্রসেসর। সেলফি ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেলের।
ব্যাক ক্যামেরার ক্ষেত্রে এক্স ১০০ প্রো-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। এক্স১০০ মডেলে মিলবে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরা দিয়ে ৪কে পোর্ট্রেট ভিডিও শুটিংও করা যাবে। জেইস এপিও সার্টিফায়েড টেলিফটো লেন্স রয়েছে স্মার্টফোনে।
ব্যাটারির ক্ষেত্রে ভিভো এক্স১০০ মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ এবং এক্স ১০০ প্রোতে রয়েছে ৪৫০০ এমএইচ। ব্যাটারি ক্যাপাসিটি প্রো ভার্সনের বেশি হলেও স্ট্যান্ডার্ড মডেলে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে এবং প্রো মডেলে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং।
ভিভো দাবি করছে এক্স১০০-তে ১১ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যাবে। আর প্রো মডেলে সময় লাগবে ১২.৫ মিনিট। প্রো স্মার্টফোনে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দিয়েছে ভিভো। কানেক্টিভিটির ক্ষেত্রে দুই ফোনেই ৫জি এবং ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি পাওয়া যাবে।