রবিবার, ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:১২:৫৯

৬,০০০ টাকা কমে ৮ জিবি র‌্যামের ফোন, আছে আরও যে সুবিধা

৬,০০০ টাকা কমে ৮ জিবি র‌্যামের ফোন, আছে আরও যে সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক : এন্ট্রি লেভেল স্মার্টফোন কিনেও যারা দুর্দান্ত পারফরম্যান্স পেতে চান তাদের জন্য সুখবর। আসলে ৬,০০০ টাকারও কম দামে ৮ জিবি র‌্যামের ফোন কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আর এই ফোনের নাম itel A60s। ডিভাইসটি এখন ব্যাংক অফার সহ কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।

এন্ট্রি লেভেল itel A60s স্মার্টফোনে রয়েছে বিশেষ মেমোরি ফিউশন প্রযুক্তি, যা ভার্চুয়াল র‌্যাম অফার করবে। এই ডিভাইসে ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম আছে। এছাড়াও স্টোরেজের একটি অংশ ভার্চুয়াল র‌্যাম হিসাবে ব্যবহৃত হয়, যার কারণে মোট র‌্যাম ক্ষমতা ৮ জিবি পৌঁছাবে। আবার এই ফোনের সাথে ১০০ দিন ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার দেওয়া হচ্ছে, অর্থাৎ কেনার পর পরবর্তী ১০০ দিনের মধ্যে স্ক্রিন ভেঙ্গে গেলে বিনামূল্যে স্ক্রিন পরিবর্তন করে দেবে itel।

আইটেল এ৬০এস এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের ভারতে লঞ্চের সময় মূল্য রাখা হয়েছিল ৮,৪৯৯ টাকা। তবে এখন এই স্মার্টফোনটি অ্যামাজনে ১৮% ছাড়ের পরে ৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আবার আপনি নির্বাচিত ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্টে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।

এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে আইটেল এ৬০এস কিনলে সর্বোচ্চ ৬,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। যদিও এই ছাড়ের মূল্য আপনার পুরানো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে। ব্যাংক ও এক্সচেঞ্জ অফার সহ ফোনটির দাম ৬,০০০ টাকারও কম হয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে