সোমবার, ০৮ জানুয়ারী, ২০২৪, ০৯:২৮:৪০

চোর তুলে নিয়ে গেল টাকা ভর্তি এটিএম মেশিন!

 চোর তুলে নিয়ে গেল টাকা ভর্তি এটিএম মেশিন!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অটোমেটিক টেলার মেশিন (এটিএম) তুলে নিয়ে গেছে চোরেরা। এ সময় ওই এটিএম বুথে প্রায় ৩০ লাখ রুপি ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস’র।

সোমবার (৮ জানুয়ারি) ভোর ৩টার দিকে আগ্রা জেলার কাগারোল শহরে এই ঘটনা ঘটে। মূলত ঘন কুয়াশার সুযোগ নিয়ে এই চুরির ঘটনা ঘটেছে।

আগ্রার পুলিশ কমিশনার ড. প্রীতিন্দর সিং বলেছেন, ‘আগ্রা জেলার কাগারোল শহরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখা আছে। ব্যাংকটির পাশেই এটিএম বুথটি। সোমবার ভোর আড়াইটা থেকে ৩টার মধ্যে চার-পাঁচজন চোর একটি পিকআপ ভ্যান নিয়ে এসে এটিএমটি উপড়িয়ে তুলে নিয়ে যায়।’

তিনি বলেন, এসবিআই‘র কাগারোল শাখার ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেছে, এটিএমটিতে প্রায় ৩০ লাখ নগদ রুপি ছিল। আগ্রা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) অভিযুক্তদের খুঁজছে।

এ ঘটনায় এসবিআই কাগারোল শাখার ম্যানেজার সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আশেপাশের এলাকা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে