আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিনের দরজা থেকে লাফ দেন এক যাত্রী। দুবাইয়ের উদ্দেশে উড্ডয়নের আগে এয়ার কানাডার ফ্লাইটে থাকা ওই যাত্রী লাফ দিয়ে আহত হন। গত সোমবার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাভাবিকভাবে উড়োজাহাজ উঠেন ওই যাত্রী। কিন্তু পরে সিটে বসার পরিবর্তে কেবিনের দরজা খোলেন তিনি। প্রায় ২০ ফুট থেকে রানওয়ের পিচের ওপরে পড়ে আহত হন। পরে পিল আঞ্চলিক পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলোকে ঘটনাস্থলে আসে।
এয়ার কানাডার ওয়েবসাইট জানানো হয়, বোয়িং ৭৪৭-এর উড়োজাহাজটি উড্ডয়নের জন্য প্রায় ছয় ঘণ্টা বিলম্ব করে। এ কারণে উড়োজাহাজ কর্মকর্তারা যাত্রীদের কাছে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি দেখেছিলেন।
এ নিয়ে তদন্ত চলছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে এয়ারলাইনের একজন মুখপাত্র। এদিকে ওই যাত্রীর বিরক্তিকর আচরণের জন্য গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।