আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার গুপ্তচর সংস্থা এনএসএ-র এক সময়ের কর্মী এডওয়ার্ড স্নোডেনের দাবি, কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেন এখনো জীবীত রয়েছেন। স্নোডেনের দাবি, এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে। ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে হত্যার দাবি করেছিল আমেরিকা।
মস্কো ট্রিবিউনকে দেয়া সাক্ষাত্কারে স্নোডেন এই দাবি করেছেন। তার বক্তব্য, লাদেন এখনো বাহমাসে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএ-র পে-রোলে রয়েছেন। স্নোডেন বলেছেন, আমার কাছে যে তথ্যপ্রমাণ রয়েছে, তার থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, লাদেন এখনো সিআইএ-র ছত্রছায়ায় রয়েছে। তিনি প্রতি মাসে বেতন হিসেবে ৬৫ লক্ষ টাকার মতো পেয়ে থাকেন।
স্নোডেন অবশ্য এ কথাও জানিয়েছেন যে, লাদেনের ঠিকানা তার কাছে নেই। তবে লাদেন যে এখনো পরিবারের সাথে বসবাস করছেন এ কথাটি আমার জানা রয়েছে। আবার স্নোডেন বলেছেন, ২০১৩ সালে নিজের পাঁচ স্ত্রী ও সন্তানদের সঙ্গে লাদেন একই বাড়িতে বসবাস করছেন এ কথাও তিনি জানেন।
উল্লেখ্য, ২০১৩ সালে আমেরিকার গুপ্তচর সংস্থা সংক্রান্ত বেশ কিছু গোপন তথ্য ফাঁস করার কারণে আমেরিকা ছাড়তে হয় স্নোডেনকে। এখন তিনি রাশিয়াতে রয়েছেন। স্নোডেন বলেছেন, সিআইএ লাদেনের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছে। তিনি আরো দাবি করেছেন, সম্পূর্ণ গোপনভাবে লাদেন ও তার পরিবারকে বাহমাসের কোনো স্থানে পৌঁছে দেয়া হয়। সূত্র : এবিপি আনন্দ
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই