আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ব্যবহারকারীদের Samsung-এর প্রোডাক্টের উপর আস্থা চোখে পড়ার মতো। বহু ভারতীয়ই অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Samsung-এর স্মার্টফোন ব্যবহার করা বেশি পছন্দ করেন।
এছাড়াও আপনি যদি একজন Samsung অনুরাগী হন এবং নতুন বছরে কম দামে একটি 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যেও উপকারী প্রমাণিত হতে পারে।
কারণ, আজ আমরা Samsung-এর এমন কয়েকটি 5G স্মার্টফোন সম্পর্কে জানাবো, যেগুলিতে আছে অসাধারণ প্রসেসর, অবিশ্বাস্য স্টোরেজ এবং উন্নত ক্যামেরা। আর এগুলির দাম ১৫,০০০ টাকারও কম।