শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩:১৫

১০ দিনের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবরাজের বিয়ে

১০ দিনের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবরাজের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১০ দিনের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন ব্রুনাইয়ের যুবরাজ প্রিন্স আব্দুল মাতিন।

৩২ বছর বয়সী মাতিন এশিয়ার অন্যতম যোগ্য ব্যাচেলর তকমাও পেয়েছিলেন। তিনি ২৯ বছর বয়সী আনিসা রোসনাহ ইসা-কালেবিককে বিয়ে করেছেন। 

তাদের বিয়ের অনুষ্ঠান ৭ জানুয়ারি শুরু হয়েছে। শেষ হবে মঙ্গলবার। বৃহস্পতিবার একটি মসজিদে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাতিন বিশ্বের অন্যতম ধনী সুলতান হাসানাল বলকিয়ার চতুর্থ পুত্র এবং দশম সন্তান। সিংহাসনের ষষ্ঠ দাবিদার এই রাজপুত্র। 

সুলতান গত বছরের অক্টোবরে নিজের বিশেষ উপদেষ্টার নাতনি আনিসার সাথে পুত্র মতিনের বাগদানের ঘোষণা দেন। মাতিন রয়্যাল ব্রুনাই এয়ার ফোর্সে একজন হেলিকপ্টার পাইলটও।

ইন্সটাগ্রামে এই যুবরাজের ফলোয়ার ২.৫ মিলিয়ন।

ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে ১৭৮৮ কক্ষ বিশিষ্ট প্রাসাদে আগামী রবিবার মূল বিবাহ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। যেখানে আন্তর্জাতিক রাজকীয় ব্যক্তিরা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে