সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৩:৩৯

এবার Hero আনছে নতুন Xpulse, কাবু হবে বাইকপ্রেমীরা!

এবার Hero আনছে নতুন Xpulse, কাবু হবে বাইকপ্রেমীরা!

আন্তর্জাতিক ডেস্ক : ইদানিং প্রিমিয়াম মোটরসাইকেলে বেশি গুরুত্ব আরোপ করছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। Maverick 440-এর সাথেই আরো একটি নতুন প্রজন্মের মোটরসাইকেল আনতে চলেছে দেশের বৃহত্তম টু হুইলার নির্মাতা। 

নতুন প্রজন্মের প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসা XPulse 210 সামনের বছর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে।

নতুন Hero XPulse একই চ্যাসিসের উপর ভিত্তি করে আসবে। এতে থাকছে Karizma XMR-এর ইঞ্জিন। ডিজাইনের দিক থেকে বর্তমান প্রজন্মের XPulse 200-এর ডিজাইনকেই অনুসরণ করবে। তবে বিভিন্ন যন্ত্রাংশ ও কারিগরি দিক থেকে এতে পার্থক্য নজরে পড়বে।

বহু বছর ধরে Hero XPulse 200 বিভিন্ন বয়সের রাইডারদের আকৃষ্ট করে চলেছে। এর বর্তমান বাজার চলতি মডেলে রয়েছে একটি ২০০ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন। 

এটি থেকে সর্বোচ্চ ১৯ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। শহুরে রাস্তায় বাইকটির পারফরম্যান্স অসাধারণ। তবে নতুন ভার্সনের ২১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটি আরো বেশি আউটপুট উৎপন্ন করবে। এটি থেকে ২৫ বিএইচপি শক্তি ও ২০.৪ এনএম টর্ক পাওয়া যাবে। ৬-গতির গিয়ারে ছুটবে বাইকটি।

হিরো মোটোকর্পের বিশ্বাস ভারতের বাজারে নতুন XPulse 210 ব্যাপক সাড়া ফেলবে। ২০২৫-এর শুরুর দিকে বাজারে আগমন ঘটতে পারে এটির। যদিও সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে