শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ০২:৫৬:২০

এবার বাজার দখলে যে ফিচার নিয়ে আসছে রিয়েলমি

 এবার বাজার দখলে যে ফিচার নিয়ে আসছে রিয়েলমি

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রিয়েলমি প্রেমীদের জন্য একটি খোলা চিঠি লেখেন রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি । 

তিনি প্রকাশ করেছেন যে ব্র্যান্ডটি শীঘ্রই একটি নতুন পণ্য লাইন চালু করবে। মজার ব্যাপার হল, রিয়েলমি যে নতুন প্রোডাক্ট লাইন নিযে আসছে তাহল রিয়েলমি নোট সিরিজ। 

মডেল রিয়েলমি নোট ১। এই ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর প্রসেসরও দ্রুতগতির। জানুন ফোনটির ফিচার।

Realme Note 1 নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনশন ৭০৫০ প্রসেসর রয়েছে। নতুন এই ফোনে ৮ জিবি র‌্যাম পাবেন। ফোনটিতে একটি ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি ওএলইডি ডিসপ্লে রয়েছে।

এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির মতে, ফোনটিতে বার বার চার্জ দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও ফোনটিতে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

রিয়েলমি নোট সিরিজ ১ মডেলে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার মধ্যে মূল সেন্সর ১০৮ মেগাপিক্সেল সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফ্রন্টে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। স্টিরিও স্পিকারের সঙ্গে আসতে পারে এই হ্যান্ডেসেট।

ইনফিনিক্স নোট ৩০ এবং রেডমি নোট ১৩ সিরিজের মতো হাই-এন্ড স্মার্টফোনকে টক্কর দিতে চলেছে রিয়েলমি। এতে থাকবে ওলিড স্ক্রিন এবং ফাস্ট চার্জিং। চলতি মাস অথবা ফেব্রুয়ারিতে এই সিরিজ লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে