শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৩২:২৪

বিয়ের আসরে কনে আটক, পালিয়ে গেলেন বর

বিয়ের আসরে কনে আটক, পালিয়ে গেলেন বর

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকান শহর ভেলা আলগোরোর পুলিশ চাঁদাবাজির অভিযোগে বিয়ে করতে চার্চে আগত এক দম্পতিকে অভিযান চালিয়ে গির্জায় প্রবেশের আগেই আটক করে। তবে বর ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

কর্তৃপক্ষ কনেকে শুধুমাত্র ন্যান্সি হিসেবে শনাক্ত করেছে, পলাতক বরকে শুধুমাত্র ক্লেমেন্ট এন হিসাবে চিহ্নিত করা হয়েছে, যখন তার ডাকনাম আল রাটন। পুলিশ নববধূকে গির্জার বাইরে আটক করে হাতকড়া পরিয়ে দেয়।

পুলিশের মতে, সন্দেহভাজনরা এমন একটি দলের অংশ যারা মেক্সিকো সিটির নিকটবর্তী টোলুকাতে মুরগি বিক্রেতাদের কাছ থেকে অর্থ আদায় করে। যদিও তারা একটি পোল্ট্রি দোকানের চার শ্রমিককে অপহরণের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র : জে এন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে