আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের সোলারপুরে একটি জনসভায় কেঁদে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ জানুয়ারি) সোলারপুরে একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর করেন তিনি।
জনসভায় মোদি মহারাষ্ট্রে সম্প্রতি সম্পন্ন হওয়া বিশাল হাউজিং সোসাইটি প্রকল্প নিয়ে কথা বলেন। তিনি জানান, এই প্রকল্পের অধীনে যেসব বাড়ি বানানো হয়েছে— ছোট বেলায় এরকম একটি বাড়িতেই থাকার স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্ন ছোটকালে পূরণ হয়নি। এ কথা বলতে গিয়ে আবেগী হয়ে পড়েন তিনি এবং তার চোখে পানি চলে আসে।
মোদি বলেন, ‘আমি ওই প্রকল্প দেখে এসেছি। দেখার পর ভেবেছি, আমিও ছোটবেলায় স্বপ্ন দেখেছি এরকম একটি বাড়িতে থাকার।’
তিনি আরও বলেন, ‘সুখ তখনই আসে যখন মানুষের স্বপ্ন পূরণ হয়। তাদের আশীর্বাদ আমার সবচেয়ে বড় সম্পদ।’ এ কথা বলার সময় আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি মোদি। এরপর কেঁদে দেন তিনি।
মহারাষ্ট্রে সাধারণ মানুষের জন্য পিএমএওয়াই-আরবান প্রকল্পের অংশ হিসেবে ৯০ হাজার এবং সোলাপুরের রায়নগর হাউজিং সোসাইটিতে ১৫ হাজার ঘর তৈরি করা হয়েছে।
সোলাপুরের এসব বাড়ি পেয়েছেন তাঁতী, হকার, পাওয়ার লুমের কর্মচারী, নেকড়া সংগ্রহকারী, বিড়ি শ্রমিক এবং গাড়ি চালকরা।
মোদি এ জনসভায় আরও বলেন, তিনি ও তার দল দেবতা রামের নীতিতে চলেন। এরমাধ্যমে যে কথা একবার দেন সে কথা রাখেন তারা। এরই অংশ হিসেবে নিম্ন আয়ের মানুষদের জন্য ঘর তৈরি করে দিয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি