রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১০:৫৪:১০

এক পুরুষে গর্ভবতী পাঁচ নারী, একই সময়ে সবার ডেলিভারি ডেট!

এক পুরুষে গর্ভবতী পাঁচ নারী, একই সময়ে সবার ডেলিভারি ডেট!

আন্তর্জাতিক ডেস্ক: এক পুরুষের মাধ্যমে গর্ভবতী পাঁচ নারী! প্রায় একই সময়ে সবার ডেলিভারি ডেট। এমনও হয়? হয় বলেই দাবি যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের এক গায়িকার। 

যার নাম লিজি আলিশেহ। সোশাল মিডিয়ায় ‘বেবি শাওয়ার’-এর ছবি শেয়ার করেই লিজি ঘোষণা করেছেন, তার ও চার তরুণীর হবু সন্তানের বাবা এক। যার নাম জেডি উইল।

লিজির শেয়ার করা ছবিতে জেডি বেশ খোশমেজাজেই রয়েছেন। পেশায় র‌্যাপার এই যুবক সহাস্যে নিজের হবু সন্তানদের মায়ের সঙ্গে ফটোশুট করেছেন। 

ছবি শেয়ার করে লিজি লিখেছেন, “যখন তোমার সন্তানের বাবা চার আরও মহিলাকে গর্ভবতী করে দেয়। আমরা একসঙ্গেই বেবি শাওয়ারের আয়োজন করেছি।”

লিজির প্রোফাইল থেকে জানা যায়, বাকি তরুণীদের নাম বনি বি, কে মেরি, জেলিন ভিলা ও ইয়ানলা জি। এর মধ্যে মেরি ও লিজির ডেলিভারি ডেট সবচেয়ে কাছাকাছি। এতেই আপ্লুত লিজি। তরুণীর মতে, যা হয়েছে তা তো আর অস্বীকার করা যায় না। বরং মেনে নেওয়াই সবচেয়ে ভালো উপায়।

লিজি এবং বাকি গর্ভবতীরা এই ভেবেই সন্তুষ্ট যে তাদের সন্তান বড় একটা পরিবার পাবে। আবার একই সঙ্গে চার ভাইও পেয়ে যাবে। অবশ্য সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখেও লিজিদের পড়তে হয়েছে। তবে তারা এই নিয়ে এখন ভাবতে নারাজ। এখন শুধুই সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে