রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ০৯:১৮:৫১

আজ থেকে আবেদন শুরু, যে বড় সুখবর দিল কুয়েত!

আজ থেকে আবেদন শুরু, যে বড় সুখবর দিল কুয়েত!

আন্তর্জাতিক ডেস্ক : বড় সুখবর, কুয়েতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে ফ্যামিলি ভিসা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যামিলি ভিসার আইনে পরিবর্তন এনে নতুন করে এই ভিসা চালু করেছে। 

আজ রবিবার থেকে প্রবাসীরা ফ্যামিলি ভিসার আবেদন করতে পারবেন। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে ফ্যামিলি ভিসার জন্য বেতন ৮০০ কুয়েতি দিনার হলেই আবেদন করা যেত। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। নতুন নিয়মে ফ্যামিলি ভিসা পেতে হলে ন্যূনতম বেতন ৮০০ কুয়েতি দিনারের পাশাপাশি থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সেই সঙ্গে মিল থাকতে হবে চাকরির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার।

কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন করকা হয়েছে। যা শুধু সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় আছে এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে