আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের মতে, ফরাসি এ ধনকুবের ও তাঁর পরিবারের মোট সম্পদ ২৩.৬ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে দাঁড়িয়েছে ২০৭.৬ বিলিয়ন মার্কিন ডলারে।
বিলাস দ্রব্য কম্পানি এলভিএমএইচের ধনকুবের চেয়ারম্যান ও সিইও আর্নল্টের মোট সম্পদের পরিমাণ শুক্রবার টেসলার সিইও মাস্কের মোট সম্পদ ২০৪.৭ বিলিয়ন ডলারকে অতিক্রম করে। মাস্কের ১৮ বিলিয়ন ডলারের বেশি সম্পদ কমে যাওয়ায় তিনি পিছিয়ে পড়েছেন বলে ফোর্বস জানিয়েছে।
এ দুই ধনকুবের ২০২২ সাল থেকে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রয়েছেন। ওই বছরের শেষের দিকে শীর্ষস্থান অর্জন করেন বার্নার্ড আর্নল্ট।
ফোর্বসের রিয়েলটাইম তালিকা অনুসারে বিশ্বের শীর্ষ ১০ ধনকুবের হলেন :
১. বার্নার্ড আর্নল্ট ও তাঁর পরিবার (২০৭.৬ বিলিয়ন মার্কিন ডলার)
২. ইলন মাস্ক (২০৪.৭ বিলিয়ন মার্কিন ডলার)
৩. জেফ বেজোস (১৮১.৩ বিলিয়ন মার্কিন ডলার)
৪. ল্যারি এলিসন (১৪২.২ বিলিয়ন মার্কিন ডলার)
৫. মার্ক জাকারবার্গ (১৩৯.১ বিলিয়ন মার্কিন ডলার)
৬. ওয়ারেন বাফেট (১২৭.২৫ বিলিয়ন মার্কিন ডলার)
৭. ল্যারি পেজ (১২৭.১ বিলিয়ন মার্কিন ডলার)
৮. বিল গেটস (১২২.৯ বিলিয়ন মার্কিন ডলার)
৯. সের্গেই ব্রিন (১২১.৭ বিলিয়ন মার্কিন ডলার)
১০. স্টিভ বলমার (১১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার)
তবে ব্লুমবার্গের ধনকুবেরের তালিকা অনুসারে, ইলন মাস্ক এখনো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যার মোট সম্পদ ১৯৯ বিলিয়ন মার্কিন ডলার। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৮৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় ইলন মাস্কের পরেই রয়েছেন।
একই তালিকায় বার্নার্ড আরনাল্ট ১৮৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সূত্র : এনডিটিভি