মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ০১:২৭:২৬

১০৩ বছর বয়সে বিয়ে করে যা বললেন হবিব ও ফিরোজ

১০৩ বছর বয়সে বিয়ে করে যা বললেন হবিব ও ফিরোজ

এমটিনিউজ২৪ ডেস্ক : অনেকেই বিভিন্ন বাজে মন্তব্য করেছে। তবে সিদ্ধান্ত বদলায়নি। নিঃসঙ্গতা কাটাতে ১০৩ বছর বয়সে আবার বিয়ে করলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালের বাসিন্দা হবিব নাজার। 

তার নতুন স্ত্রী ফিরোজ জাহানের বয়স ৪৯ বছর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হবিব ও ফিরোজের বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ফিরোজের সাথে বিয়ে করে অটোতে বাড়ি ফিরছেন হবিব। হবিব ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। নিঃসঙ্গতা কাটাতেই তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হবিব বলেন, ‘আমার প্রথম স্ত্রী ছিলেন নাসিকের বাসিন্দা। দ্বিতীয়বার লক্ষ্ণৌয়ে গিয়ে আবার বিয়ে করি আমি। তবে আমার দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়। তারপর থেকেই বড় একা লাগত। কিছু দিন আগেই ফিরোজের সাথে আমার আলাপ হয়। ফিরোজও জীবনসঙ্গীর খোঁজ করছিল। তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।’

বিয়ের পর বেশ সুখেই জীবন কাটছে ফিরোজের। হবিবের সঙ্গ পেয়ে বেশ খুশি তিনি।

ফিরোজ বলেন, ‘আমিও একাকিত্বে ভুগছিলাম। আমার জীবনে হবিবকে পেয়ে বেশ খুশি আমি। নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কেউ আমায় জোর করেনি। আমার স্বামী একেবারে সুস্থ রয়েছেন, ওর কোনো রকম শারীরিক সমস্যা নেই।’সূত্র : আনন্দবাজার পত্রিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে