মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ০৯:২৩:৩৪

বসবাসের অস্থায়ী অনুমতি নিয়ে বড় সুখবর দিল জার্মান সরকার

বসবাসের অস্থায়ী অনুমতি নিয়ে বড় সুখবর দিল জার্মান সরকার

আন্তর্জাতিক ডেস্ক : বড় সুখবর, জার্মানিতে বসবাসের অস্থায়ী অনুমতি পেয়েছেন প্রায় ৫৪ হাজার অভিবাসী। যাদের কাছে এতদিন বসবাসের বৈধ কোনো কাগজপত্র ছিল না।

নতুন একটি আইনের আওতায় সম্প্রতি এসব অভিবাসীকে বসবাসের অস্থায়ী অনুমতি দিয়েছে জার্মান সরকার।

গণমাধ্যমের খবরে বলা হয়, যারা আশ্রয় আবেদনের সিদ্ধান্তের জন্য জার্মানিতে এতদিন অপেক্ষমাণ ছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও নানা কারণে দেশে পাঠানো যাচ্ছিল না, তারা বসবাসের অস্থায়ী অনুমতি পেয়েছেন।

এই আইনের আওতায় যারা অনুমতি পাওয়ার যোগ্য, তাদের সপরিবারে ১৮ মাস পর্যন্ত থাকার অনুমতি পাবেন।
এর মধ্যে যারা নিজেদের জীবনযাপনের ব্যয় বহন করতে পারবেন, জার্মান ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে এবং নিজেদের অবস্থান বিষয়ে পরিষ্কার উত্তর রয়েছে, তারা এই অস্থায়ী অনুমতি স্থায়ী অনুমতিতে রূপান্তর করতে পারবেন।

ইন্টিগ্রেশন মিডিয়া সার্ভিস পরিচালিত একটি জরিপে দেখা যায়, জার্মান সরকারের এই কর্মসূচির আওতায় মোট ৭৫ হাজার ৩৪৫ জন অভিবাসী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। এর মধ্যে চার হাজার আবেদন বাতিল হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে