রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০২:২১

সড়ক দুর্ঘটনা; যে বড় সুখবর স্যামসাং ব্যবহারকারীদের জন্য

সড়ক দুর্ঘটনা; যে বড় সুখবর স্যামসাং ব্যবহারকারীদের জন্য

আন্তর্জাতিক ডেস্ক : সড়ক দুর্ঘটনা নিয়ে একটি বিশেষ ফিচার ২০১৯ সালে প্রথম নিজেদের স্মার্টফোনে যুক্ত করে গুগল। তাদের দেখাদেখি পরে আইফোনেও ওই ফিচার নিয়ে আসে অ্যাপল।

২০২২ সালে বাজারে আসা আইফোন ১৪ সিরিজের ফোনে ‘কার ক্রাশ ডিটেকশন’ নামের এই ফিচার ছিল। ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, এবার স্যামসাংও নিজেদের ফোনে ফিচারটি আনতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানান অ্যান্ড্রয়েড টিপস্টার মিশাল রহমান। ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাও বলছে, বাজারের গ্যালাক্সি এস২৪ সিরিজে এই ফিচার থাকছে। এ ছাড়া গ্যালাক্সি জেড ফোল্ড ফাইভেও থাকবে এটি।

নতুন আপডেটে এই ফিচার পাবেন ব্যবহারকারীরা। কার ক্রাশ ডিটেকশন নামের এই ফিচার গাড়ি চালানোর সময় বেশ কাজে দেয়। 

দুর্ঘটনায় পড়ার আগেই এই ফিচার সতর্ক করবে। দুর্ঘটনার পর কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে তাও বলে দেবে। নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করতে অপারগ হলে নিজে থেকেই এটি জরুরি নাম্বারে ফোন দেবে। এ ছাড়া আইফোনের আরও বেশ কয়েকটি ফিচার নিজেদের ফোনে যুক্ত করবে বলে জানিয়েছে স্যামসাং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে