মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:১৭:৩০

এবার হিরোর ‘কারিজমা’ এবং ‘থ্রিলার ১৬০আর ফোরভি’

এবার হিরোর ‘কারিজমা’ এবং ‘থ্রিলার ১৬০আর ফোরভি’

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহত্তম মোটরবাইক ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো, বাংলাদেশের বাজারে দুটি নতুন মডেল লঞ্চ করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে একটি হিরোর জনপ্রিয় বাইক ‘কারিজমা’, অন্যটি ‘থ্রিলার ১৬০আর ফোরভি’।

২০০৩ সালে কারিজমা বাইকটিকে প্রথমবার বাজারে নিয়ে এসেছিল হিরো। সে সময় জাপানের হোন্ডার সঙ্গে জুটি বেঁধে বাইকটিকে এনেছিল হিরো। ২০১৯ সালের জানুয়ারি থেকে এই বাইকের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, চলতি বছরে লঞ্চ হতে যাওয়া ‘কারিজমা’ হবে সম্পূর্ণ ফেয়ারড বাইক। কারণ এর ডিজাইন মূল মডেল থেকে অনুপ্রাণিত। নতুন কারিজমা এক্সএমআর স্পোর্টস বাইকটিতে একটি লিকুইড-কুলড ডিওএইচ ২১০ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ৯২৫০ আরপিএম-এ ২৫.৫বিএইচপি ও ৭২৫০ আরপিএ-এ ২০.৪এনএম টর্ক জেনারেট করতে সক্ষম হবে। ইঞ্জিনটি একটি নতুন ৬-স্পিড গিয়ারবক্স পাচ্ছে।

বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে এবং সাসপেনশন ডিউটির জন্য বাইকটির পেছনে রয়েছে প্রিলোডেড অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবসর্বার। রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। ফ্রন্ট ও রিয়ার হুইল দুই ক্ষেত্রেই ডিস্ক ব্রেক রয়েছে। তবে, দেশের বাজারে ‘কারিজমা’র দাম কত হতে পারে, সেটা এখনও ঘোষণা হয়নি।

এ ছাড়াও, অন্যান্য থ্রিলার সিরিজের বাইকের বিপরীতে ‘থ্রিলার ১৬০আর ফোরভি’ বাইকারদের নতুন অভিজ্ঞতা যুক্ত করবে। বাইকটির কিছু ডিজাইন আপডেট করা হয়েছে। এছাড়া পারফরম্যান্সে থাকবে ভিন্নতা। পুনঃডিজাইন করা বাইকটির ফোর-ভালভ কনফিগারেশনসহ রয়েছে আপগ্রেডেড ইঞ্জিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে