শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৩০:২৮

ভোটের ফলাফলে এগিয়ে; ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবে পিটিআই নেতৃত্ব

ভোটের ফলাফলে এগিয়ে; ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবে পিটিআই নেতৃত্ব

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার জন্য কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করবে পিটিআই নেতৃত্ব।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সহযোগী জিও নিউজকে এই বৈঠকের কথা জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। জাতীয় নির্বাচনে তার দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয় এবং তাদের সব প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই প্রার্থীরা এখন পর্যন্ত ঘোষিত ২২৪টি আসনের মধ্যে ৯২টিতে জিতে ভোটে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

নির্বাচনী অস্থিরতায় নিহত ২
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইমরান খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সাহেবজাদা সাজ্জাদ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় সংঘর্ষে পিটিআই কর্মীদের তীব্র পাথর নিক্ষেপের কারণে দুই বিক্ষোভকারী পাথরের আঘাতে প্রাণ হারিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে