আন্তর্জাতিক ডেস্ক : এখনকার এই কমিউটার বাইকের (Commuter Bike) যুগে বাজার কাঁপাচ্ছে হিরো মটোকর্প (Hero Moto Corp)।
দুর্দান্ত মাইলেজ আর দমদার পারফরম্যান্সের জন্য এখন ভারত জুড়ে বিখ্যাত হিরো প্যাশন প্লাস ইএস ১২৫ (Hero Passion Plus125 es)।
মাইলেজ এর জন্য হিরো প্যাশন প্লাস কে বলা হয় মাইলেজের রানী। এই তুফানি গাড়ির দুর্দান্ত ফিচার এবং অসাধারণ ইঞ্জিন এই নতুন বাইকটিকে গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে।
সম্প্রতি ভারতে কমিউটার বাইকের মধ্যে হন্ডা মোটর Honda Shine 100 নামের একটি নতুন বাইক লঞ্চ করেছে।বাজারে আসার পর এই বাইক খুবই ভালো সাড়া পেয়েছে। কিন্তু এখন হিরো মটোকর্প একে কড়া টক্কর দিতে একেবারে আকর্ষণীয় লুকে বাজারে এনেছে হিরো প্যাশন প্লাস’কে। লুকের পাশাপাশি কোম্পানি এই বাইককে দিয়েছে দুর্দান্ত ইঞ্জিন।
যা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মাইলেজ দিয়ে থাকে। এখানে বলে রাখি, কারণে এই কোম্পানি বি এস সিক্স ২০২০ সালে এই বাজারে বিক্রি করা বন্ধ করে দিয়েছিল।
এবার মাইলেজের রানী হয়ে বাজারে আবার নতুন রূপে ফিরে এসেছে হিরো ফ্যাশন প্লাস ১২৫। আকর্ষণীয় লুকে নতুন এই বাইকে এয়ার কুল, ফুল ইঞ্জেক্টেড প্রযুক্তির ওপর নির্ভর করে একক সিলিন্ডার ইঞ্জিন লাগানো হয়েছে।
এই ইঞ্জিন ৯৭.২ সি সি এবং ৭.৯ বি এইচ পি এর সর্বোচ্চ শক্তির সাথে ৮.০৫ এমএম এর পিক টার্ক জেনারেট করতে সব সফল হয়েছে। এই বাইকে ফোর স্পিড ম্যানুয়াল গিয়ার বাক্স পাওয়া যাবে।জানলে অবাক হবেন এই বাইকে প্রতি লিটারে ৬০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। হিরো ফ্যাশন প্লাস ১২৫-এর এই বাইক ১,৯৮২ মিমি লম্বা ১০৮৭ মিমি উঁচু এবং ৭৭০ মিমি চওড়া তৈরি করেছে।
যার মধ্যে ১৬৮ মিমি গ্রাউন্ড কিলারেন্স দেওয়া হয়েছে। এই বাইকে ১১ লিটার ফুয়েল টাঙ্ক ব্যবহার করা হয়েছে। যার ওজন ১১৫ কিলোগ্রাম। এখন এই বাইকের শোরুম প্রাইস ৭৫, ১৩১ টাকা থেকে শুরু।