শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৫২:৩৫

এবার সস্তায় তিন ধরণের নতুন স্মার্টফোন আনলো Samsung

এবার সস্তায় তিন ধরণের নতুন স্মার্টফোন আনলো Samsung

আন্তর্জাতিক ডেস্ক : Samsung সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S24 লঞ্চ করেছে। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, যার দামও খুব একটা কম নয়। 

স্যামসাং মিড-রেঞ্জ এবং বাজেট রেঞ্জেও নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সেই তালিকায় থাকবে মোট তিনটি ফোন। আর সেগুলি সস্তার ফোন হতে চলেছে।

দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন কোম্পানি ভারতে তাদের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সেই তালিকায় রয়েছে- Galaxy A, Galaxy M এবং Galaxy F সিরিজের স্মার্টফোন। 

এই তিনটি স্যামসাং স্মার্টফোন BIS এবং Google Play Console-এর পাশাপাশি অন্যান্য অনেক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। ফলে স্যামসাং শীঘ্রই তিনটি নতুন স্মার্টফোন আনতে চলেছে। Samsung-এর এই স্মার্টফোনগুলি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে।

Samsung Galaxy A সিরিজের দু’টি মিড-রেঞ্জ স্মার্টফোন, Samsung Galaxy A35 এবং Samsung Galaxy A55, BIS অর্থাৎ ভারতীয় স্ট্যান্ডার্ডস এবং গ্লোবাল সার্টিফিকেশন ফার্ম অর্থাৎ GCF-তেও দেখা গিয়েছে। এছাড়াও, এই দুটি ফোন ব্লুটুথ SIG তালিকাতেও ইতিমধ্যেই দেখা গিয়েছে। এই দু’টি ফোনেই ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।

মিড এবং বাজেট রেঞ্জের ফোন…
এই দু’টি স্যামসাং ফোনের ডিজাইন প্রায় একই রকম। এই দুটি ফোনেই Exynos 1380 চিপসেট ব্যবহার করা যাবে। এই দু’টি ফোনেই 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 5000mAh ব্যাটারি, 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।

এই দু’টি স্মার্টফোন ছাড়াও স্যামসাংয়ের আরেকটি বাজেট স্মার্টফোন গুগল প্লে কনসোলে দেখা গিয়েছে। এই ফোনের নাম Samsung Galaxy M14 বা Samsung Galaxy F14 হতে পারে। এই দুটি ফোনে 4G কানেক্টিভিটি থাকতে পারে, যার দাম 10,000 টাকার কম হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে