আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমছেই। সোমবার (২৯ জানুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরেক দফা হ্রাস পেয়েছে।
এতে গত দুই বছরের মধ্যে পণ্যটির মূল্য সর্বনিম্নে নেমে গেছে । বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ দুই উৎপাদক ব্রাজিল ও আর্জেন্টিনায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। তাতে দেশ দুটিতে সয়াবিন চাষ তরান্বিত হয়েছে। ফলে উৎপাদন বৃদ্ধির জোরালো সম্ভাবনা জেগেছে। এমনটি হলে বিশ্ববাজারে সরবরাহ বাড়বে। ফলে তেলবীজটির ব্যাপক দরপতন ঘটেছে।
আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১২ ডলারে। দিনের শুরুতে তা ছিল ১১ ডলার ৯৮ সেন্ট। ২০২১ সালের নভেম্বরের পর যা সবচেয়ে কম।
আর্জেন্টিনায় উপযুক্ত সময়ে বৃষ্টি হয়েছে। ফলে সয়াবিনের গ্রোথ ভালো হয়েছে। পরিপ্রেক্ষিতে তেলবীজটির উৎপাদনের পূর্বাভাস বাড়িয়েছে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্টোনেক্স কম্মোডিটি রিস্ক ম্যানেজার ম্যাট অ্যামেরম্যান বলেন, দক্ষিণ আমেরিকা অঞ্চলে সয়াবিন উৎপাদনের অনুকূল আবহাওয়া বিরাজ করছে। ফলে এদিন ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দাম নিম্নগামী হয়েছে। চলতি সপ্তাহেও ব্রাজিল ও আর্জেন্টিনায় বৃষ্টির আভাস রয়েছে। সেই অনুযায়ী বৃষ্টি হলে তা হবে সয়াবিনের জন্য সোনায় সোহাগা।