শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৩:১৭

মাত্র ৩ সেকেন্ডের রিভিউ, সপ্তাহে আয় ১৫৩ কোটি টাকা!

মাত্র ৩ সেকেন্ডের রিভিউ, সপ্তাহে আয় ১৫৩ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ প্রতিদিন অনলাইন ভিডিও তৈরি করে এবং সেগুলোকে ইউটিউব বা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে। 

ভিউ এবং ফলোয়ার পাওয়ার আশায় তারা ইউনিক ধরনের ভিডিও বানানোর চেষ্টা করে। তাদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন ব্যাপকভাবে সফল হয়, এবং লাখ লাখ টাকা উপার্জন করে। সারা বিশ্বের কন্টেন্ট নির্মাতাদের জন্য, এই জাতীয় প্ল্যাটফর্মগুলো আয়ের একটি প্রধান উৎস।

সারা বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ঝেং জিয়াং জিয়াং একজন। এই চীনা সোশ্যাল মিডিয়ায় নিজের কন্টেন্ট দিয়ে ঝড় তুলেছেন। ডোয়িং ( টিকটক-এর চীনা সংস্করণ) ৫০ লাখেরও বেশি ফলোয়ার আছে ঝেং-এর।

অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা একটি প্রোডাক্ট বা জামা রিভিউ করার জন্য ভালোভাবে সেই জিনিসটি খুলে দেখান, এবং সেই জিনিসটি সম্পর্কে বলেন। তবে এই কন্টেন্ট ক্রিয়েটর সেরকম কিছুই করেন না। তিনি তিন সেকেন্ডের মধ্যে একটি জিনিস রিভিউ করে দেন।

তার লাইভ স্ট্রিম চলাকালীন, ঝেং-এর সহকারী তাকে কমলা বাক্সে বিভিন্ন আইটেম একের পর এক, হাতে তুলে দেয়। মিলিসেকেন্ডের মধ্যে, তিনি প্রতিটি পণ্য তুলে দেখান এবং এর দাম উল্লেখ করেন এবং অবিলম্বে বাতিল করে দেন। এই সব ঘটে মাত্র তিন সেকেন্ডে, প্রতিটি পণ্যের জন্য তিনি এইটুকু সময়ই দেন।

আর এতে তার আয় হয় সপ্তাহে ১৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় তা হয় ১৫৩ কোটি টাকার বেশি।সূত্র : জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে