আন্তর্জাতিক ডেস্ক : চার কানাডীয় স্কাইডাইভারকে বহনকারী একটি বিমান রবিবার মেক্সিকার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকার একটি সৈকতে জরুরি অবতরণ করে।
এতে সেই সময় সৈকতে থাকা ৬২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কার্যালয় এক বিবৃতিতে বলেছে, বিমানটি জনপ্রিয় প্রশান্ত মহাসাগরীয় রিসোর্ট শহর পুয়ের্তো এসকোন্দিডোর বাকোচো সৈকতের একটি জনবহুল অংশে অবতরণ করতে বাধ্য হয়েছিল।
এ ঘটনায় নিহত ব্যক্তির পাশে তাঁর স্ত্রীও ছিলেন। তবে তিনি অক্ষত ছিলেন। পুয়ের্তো গ্লোবালের ফুটেজে দেখা গেছে, সমুদ্র সৈকতে ক্ষতিগ্রস্ত বিমানটি একটি কচ্ছপ উদ্ধারকেন্দ্রে বিধ্বস্ত হয়েছে।
সিভিল ডিফেন্সের বিবৃতিতে বিমানের অবতরণ বা এতে জড়িতদের পরিচয় সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি। তবে তারা বলেছে, এ ঘটনায় সৈকতে অন্য কেউ আহত হয়নি এবং তদন্ত চলছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ৩৫ থেকে ৬২ বছর বয়সী চার কানাডীয় স্কাইডাইভার, ৪০ বছর বয়সী এক মেক্সিকান ব্যক্তিসহ যারা বিমানে ছিলেন তাঁদের বিমান থেকে সরিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
রাজ্যের গভর্নর সলোমন জারা এক্সে একটি পোস্টে বলেছেন, বিমানে থাকা আহতদের সাহায্যের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি নিহতের পরিবারকে এই অপূরণীয় ক্ষতির মুখে প্রয়োজনীয় সব সহায়তা এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সূত্র : এনডিটিভি