আন্তর্জাতিক ডেস্ক : শাওমি নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও বা TWS রেডমি বাডস 5 লঞ্চ হয়ে গেল ভারতে। দারুণ ফিচার সমৃদ্ধ এই ইয়ারবাডে পাবেন সেরা অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। 46dB পর্যন্ত ANC পাওয়া যাবে এই ইয়ারবাডে।
এই মুহূর্তে TWS-এর বাজারে ওপো, রিয়েলমির জনপ্রিয়তা বেশি। লড়াই জমিয়ে তুলেছে বোট এবং ওয়ানপ্লাসও। প্রতিযোগিতায় জমি শক্ত করতে এবার হাজির রেডমি বাডস 5।
রেডমি বাডস 5 : দাম
ভারতে রেডমি বাডস 5-এর দাম রাখা হয়েছে 2,999 টাকা। এটি একাধিক রঙে কিনতে পারবেন, যেমন – ফিউজন ব্ল্যাক, ফিউজন পারপেল এবং ফিউজন হোয়াইট। ওয়্যারলেস ইয়ারবাড ওর্ডার করা যাবে অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। এছাড়াও শাওমির অফিশিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে কিনতে পারেন রেডমি বাডস 5।
লঞ্চ অফার হিসাবে যারা রেডমি নোট 13 সিরিজ স্মার্টফোন, শাওমি প্যাড, রেডমি প্যাড কিনতে চলেছেন তারা এই ইয়ারবাড 2,499 টাকায় কিনতে পারবেন। 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিক্রি।
রেডমি বাডস 5 : স্পেসিফিকেশন
যে কোনও ওয়্যারলেস ইয়ারবাড কেনার আগে তার স্পেসিফিকেশন যাচাই করা উচিত। রেডমি বাডস 5-এ 12.4 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার পাওয়া যাবে যা 46dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা ANC ফিচার সাপোর্ট করে। অর্থাৎ একবার কানে দিলে চারপাশে কী হচ্ছে তা জানতেই পারবেন না ব্যবহারকারী।
রেডমির দাবি অনুযায়ী, 99.5 শতাংশ ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে দেবে না এই ইয়ারবাড। ওভাল আয়তনের কেসের সঙ্গে পাওয়া যাবে বাডস 5। এতে এআই সুবিধাও যোগ করেছে সংস্থা। ইয়ারবাডে তিনটে ট্রান্সপ্যারেন্সি মোড রয়েছে। ব্যবহারকারী গান অনুসারে তা বদলাতে পারবেন।
ইয়ারবাডে একই সময়ে দুটি ডিভাইস কানেক্ট করা যাবে। আরও একটি দারুণ সুবিধা হল, স্মার্টফোনের মাধ্যমে ইয়ারবাডের লোকেশনও ট্র্যাক করা যাবে। রেডমি বাডস 5-এ রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি 5.3 ভার্সন।
দ্রুত গুগল পেয়ার সাপোর্ট হয় বলে দাবি করেছে গুগল। এতে রয়েছে টাচ কন্ট্রোলের সুবিধাও। মিলবে IP54 রেটিং যা ধুলো-বালি থেকে রক্ষা করবে। শাওমি ইয়ারবাডস অ্যাপ দিয়ে রেডমি বাডস 5-এর সমস্ত ফিচার কন্ট্রোল করতে পারবেন।
সংস্থার দাবি অনুযায়ী, এতে পাওয়া যাবে ফাস্ট চার্জিং সাপোর্ট। 5 ঘণ্টা চার্জে 2 ঘণ্টা এবং 10 মিনিট চার্জে 4 ঘণ্টা প্লেব্যাক দিতে পারে এই ইয়ারবাডস। কেসের সঙ্গে থাকলে এক চার্জে 38 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে রেডমি বাডস 5।