আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমছেই। গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দর আরেক ধাপ নিম্নমুখী হয়েছে। এতে তা গত ১ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। তাতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত চিনির মূল্য হ্রাস পেয়েছে ২ শতাংশের বেশি।
আগামী কয়েকদিনের মধ্যে বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে বৃষ্টি হতে পারে। এমনটি হলে দেশটিতে আখ চাষ তরান্বিত হবে। ফলে চিনির উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। এ প্রেক্ষাপটে বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। তাই ভোগ্যপণ্যটির দরপতন ঘটেছে।
আলোচ্য কার্যদিবস শেষে আইসিইতে আগামী মে মাসের অপরিশোধিত চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২ দশমিক ৪ শতাংশ বা শূন্য দশমিক ৫৫ সেন্ট। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২২ দশমিক ৮২ সেন্টে। দিনের শুরুতে তা ছিল ২২ দশমিক ৭৫ সেন্ট। গত মধ্য-জানুয়ারির পর যা সবচেয়ে কম।
একই দিনে সাদা চিনির দর কমেছে ২ দশমিক ২ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৬৩০ ডলারে। একদিনের ব্যবধানে বেঞ্চমার্কটি দর হারিয়েছচিনির দাম কমছে