শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১২:৫৪

বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য! ৪ বছরের বেশি কাজ করলেই যে সুযোগ

বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য! ৪ বছরের বেশি কাজ করলেই যে সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা ভোটের আগেই দেশের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর ঘোষণা করেছে সরকার(Government)। জানা গিয়েছে,  এবার অস্থায়ী কর্মী হিসেবে কোন সরকারি দপ্তরে টানা চার বছর কাজ করলেই পাকা হয়ে যাবে সেই কর্মীর চাকরি। 

মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এই ঘোষণা করেছেন। সম্ভবত এই ঘোষণার পরে মুখে হাসি ফুটেছে রাজ্যের হাজার হাজার অস্থায়ী সরকারি কর্মীর।

কিছুদিন আগেই মহার্ঘভাতা বাধ্যতামূলক করার পাশাপাশি সরকারি কর্মীরা আরো একটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছিল। যে সকল কর্মীরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগে অস্থায়ী রূপে কাজ করছেন তাদের সকলকে স্থায়ী পদে নিযুক্ত করতে হবে। 

এই  দাবি শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে উঠেছে এমন কিন্তু নয় দেশের অন্যান্য রাজ্যগুলোতে ও ক্রমশই দাবি আরো বেশি জোরালো হচ্ছে।

কিছুদিন আগেই বিহার সরকার তাদের রাজ্যের বহু অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ করার কথা ঘোষণা করেছে। তবে বাংলায় রাজ্য সরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকমের মন্তব্য করেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এই পদক্ষেপ গ্রহণ করেছে বাংলার প্রতিবেশী রাজ্য সিকিম।

দেশের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য সিকিম সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে সেই রাজ্যের সরকারি দপ্তরে একটানা চার বছর কোন কর্মী কাজ করলে তাকে স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।

প্রসঙ্গত, সিকিমে এই নিয়ম আগে আট বছরের জন্য ছিল। তবে এবার লোকসভা নির্বাচনের আগে এসে সময়সীমা কমিয়ে আট বছরের পরিবর্তে চার বছর করে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে তথ্য ঘোষণা করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।-নিউজশর্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে