বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৩৭:০২

বড় সুখবর প্রবাসী বাংলাদেশিদের জন্য

বড় সুখবর প্রবাসী বাংলাদেশিদের জন্য

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে ইতালিতে প্রায় ১ লাখ ৪০ হাজার বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন। যাদের মাঝে অনেকেই দেশটি থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ খুঁজছেন। এদের মাঝে আমেরিকায় যেতে ইচ্ছুক প্রবাসীর সংখ্যাও কম নয়। 

তবে অনেকেই সঠিক নিয়ম না জানায় ইতালি থেকে আমেরিকা যেতে পারছেন না। বড় সুখবর, আপনি যদি সঠিক নিয়ম মেনে আবেদন করেন তাহলে সহজেই ইতালি থেকে আমেরিকার ভিসা পাওয়া সম্ভব।

ভ্রমণ আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে একটি ভিসা আবেদন ফর্ম পূরণ করা প্রয়োজন। এই ফর্ম অনলাইনে অথবা ইতালি থেকে যাত্রার বিস্তারিত বিবরণ লিখে দিতে হবে। যেমন কেন আমেরিকা যাবেন? কখন যাবেন? কখন আসবেন? আমেরিকার কোথায় থাকবেন? ইত্যাদি তথ্যগুলো লাগবে। এছাড়াও ভ্রমণকারীর তথ্য, ভ্রমণের উদ্দেশ্য, যাত্রার সময়কাল ইত্যাদি বিস্তারিতভাবে প্রদান করা হয়।

তারপরে, ভ্রমণকারীকে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রসমূহ সংগ্রহ করতে হবে, যেমন: আবেদনকারীর মূল পাসপোর্ট: পাসপোর্ট ভ্রমণের সময়কালের মেয়াদের মধ্যে বৈধ থাকতে হবে। ভ্রমণের উদ্দেশ্যের নথি: ভ্রমণের উদ্দেশ্যের নথি প্রদান করা প্রয়োজন, যেমন পরিবারের সঙ্গে ভ্রমণ, পেশাগত কাজ, পরীক্ষা ইত্যাদি।

আর্থিক নথি: পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে ।
সর্বশেষ, আবেদন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আবেদনকারীর কাছে ইতালি এম্বাসি বা কনসুলেটের অফিসে যোগাযোগ করা উচিত।

সম্পূর্ণ তথ্য ও নির্দেশনা পেতে ভ্রমণের জন্য আমেরিকার সাধারণ ভিসা ও আমেরিকার যাত্রা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট দেখা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে